Begum Rokeya University Job Circular

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি Begum Rokeya University Job Circular

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি (Begum Rokeya University Job Circular) প্রকাশিত হয়েছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদের আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত।

প্রতিদিন সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হউন।

চাকরির বিবরন
 • খালি পদের সংখ্যাঃ ৮
 • লোকেশনঃ রংপুর
 • আবেদন শুরুঃ ১৫ জানুয়ারি  ২০২১
 • চাকরির ধরনঃ ফুল-টাইম
 • বেতনঃ ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
 • আবেদনের শেষ সময়ঃ ২ ফেব্রুয়ারি ২০২১
পদের নামঃ
 • অধ্যাপক বাংলা – পদসংখ্যা ২টি,
 • অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ – পদসংখ্যা ১টি
 • সহযোগী অধ্যাপক লোকপ্রশাসন – পদসংখ্যা ১টি,
 • সহযোগী অধ্যাপক দুর্যোগ ব্যবস্থাপনা – পদসংখ্যা ১টি,
 • সহযোগী অধ্যাপক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং – পদসংখ্যা ১টি,
 • সহযোগী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান – পদসংখ্যা ১টি,
 • সহযোগী অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং – পদসংখ্যা  ১টি
 • প্রভাষক পদার্থবিজ্ঞান –  পদসংখ্যা ১টি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ

অধ্যাপক পদে আবেদনের  ক্ষেত্রে

 • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
 • বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ১২ (বার) বছরের শিক্ষকতার বাস্তুব অভিজ্ঞতার মধ্যে সহযােগী অধ্যাপক হিসাবে অন্যন ০৫ (পাঁচ) বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • স্বীকৃত জার্নালে ০৮ (আট) টি প্রকাশনা থাকতে হবে।
 • প্রার্থীকে কোন পরীক্ষায় ‘B’ গ্রেড (৫.০ পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনপক্ষে ৪.০ এবং ৪.০ পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনপক্ষে ৩.০) এর নীচে অথবা ৩য় বিভাগ/শ্রেণী থান্স চলবে না।

সহযোগী অধ্যাপক পদে আবেদনের  ক্ষেত্রে

 • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
 • বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ০৭ (সাত) বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতার মধ্যে সহকারী অধ্যাপক হিসাবে অনুন ০৪ (চার) বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
 • স্বীকৃত জার্নাকে (চার) টি প্রকাশনা থকতে হবে।
 • প্রার্থীকে কোন পরীক্ষায় ‘B’ গ্রেড (৫.৩ পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ন্যূনপক্ষে ৪.৫ এবং ৪.০ পয়েন্ট ভিওিক গ্রেড সিস্টেমে সিজিপিএ কমপক্ষে ৩.০ এর নীচে অথবা ৩য় বিভাগ/শ্রেণী থাকা চলবে না।

প্রভাষক পদে আবেদনের  ক্ষেত্রে

 • সংশ্লিষ্ট বিষয়ে ০৪(চার) বছর মেয়াদি স্নাতক(সম্মান) ডিগ্রি এবং থিসিসসহ (প্রযােজ্য ক্ষেত্রে) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
 • লাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যনতম ৩.৫০ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে।
 • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.৫০ অথবা চতুর্থ বাদে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে অথবা উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে।
 • অন্যান্য যোগ্যতা সমান থাকলে প্রকাশনা ও উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য যোগ্যতা:

 • সকল জেলার প্রাথিরা আবেদন করতে পারবে।
 • অপ্রকাশিত প্রকাশনা কোনভাবেই গ্রহণযােগ্য নয়।
 • স্বীকৃত জার্নাল বলতে Peer Reviewed জার্নাল বুঝাবে। মানসম্মত Websitc/Electronic জার্নালে প্রকাশিত প্রকাশনা ছাড়া অন্য Website এর প্রকাশনা গ্রহণযােগ্য হবে না ।
বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাঃ
 • অধ্যাপক বাংলা – বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
 • অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ – বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
 • সহযোগী অধ্যাপক লোকপ্রশাসন – বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
 • সহযোগী অধ্যাপক দুর্যোগ ব্যবস্থাপনা – বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
 • সহযোগী অধ্যাপক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং – বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
 • সহযোগী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান – বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
 • সহযোগী অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং – বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
 • প্রভাষক পদার্থবিজ্ঞান – বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন করার নিয়মঃ

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) বিজ্ঞাপিত পদের শর্তাবলী ও আবেদন ফরম পাওয়া যাবে। রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখয় সরাসরি বা ডাকযোগে রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত বিজ্ঞাপিত পদের আবেদন ফরম জমা দেওয়া যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি

Begum Rokeya University Job Circular
Begum Rokeya University Job Circular

আবেদন করুন

আরো কিছু নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখুনঃ

কক্সবাজারসহ দেশের বিভিন্ন এনজিও চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখতে এখানে ক্লিক করুন।

সরকারি চাকরির আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে ক্লিক করুণ এখানে  

Spread the Post with your Friends

Leave a Comment