রাজউক এ ২৫ পদে লোক নেবে ২১৯ জন (bd job circular)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫টি পদে মোট ২১৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (bd job circular)। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে অস্থায়ী পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত (bd job circular 2020)।
চাকরির বিবরণ
- খালি পদের সংখ্যাঃ ২১৯
- লোকেশনঃ ঢাকা
- আবেদন শুরুঃ ৩ ডিসেম্বর ২০২০
- চাকরির ধরনঃ ফুল-টাইম
- বেতনঃ গ্রেড-৯ থেকে গ্রেড ১৭ অনুযায়ী
- আবেদনের শেষ সময়ঃ ২২ ডিসেম্বর ২০২০
(bd job circular)

১. সহকারী প্রকৌশলী (সিভিল) ১২ জন
২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০৩ জন
৩. সহকারী পরিচালক-১২ জন
৪. সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন) ০১ জন
৫ সহকারী অথরাইজড অফিসার-১০ জন
৬. সহকারী নগর–পরিকল্পনাবিদ-১১ জন
৭. সহকারী স্থপতি-০১ জন
৮. সহকারী আইন কর্মকর্তা-০২ জন
৯. উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১০ জন
১০. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০৩ জন
১১. প্রধান ইমারত পরিদর্শক-১২ জন
১২. হিসাবরক্ষক-০১ জন
১৩. তত্ত্বাবধায়ক-০৪ জন
১৪. এস্টেট পরিদর্শক-০৩ জন
১৫. কানুনগো-০১ জন
১৬. ইমারত পরিদর্শক-৫৯ জন
১৭. নথিরক্ষণ কর্মকর্তা-০৬ জন
১৮. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩ জন
১৯. নিরীক্ষক-০১ জন
২০. উচ্চমান সহকারী-০৯ জন
২১. সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর-১২ জন
২২. ফটোগ্রাফার-০১ জন
২৩. সার্ভেয়ার-৩৭ জন
২৪. অপারেটর-০৩ জন
২৫. লিফটম্যান-০২ জন
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
- প্রতিটি পদে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩০ হতে হবে।
বিস্তারিত জানার জন্য নিচের বিজ্ঞপ্তিটা দেখে নিন। (bd job circular)
- ১ থেক ৮ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-৯ অনুযায়ী) ২২০০০-৫৩০৬০ টাকা।
- ৯ থেক ১১ নম্বর এবং ১৩ থেকে ১৬ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-১০ অনুযায়ী) ১৬০০০-৩৮৬৪০ টাকা।
- ১২ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-১১ অনুযায়ী) ১২৫০০-৩০২৩০ টাকা।
- ১৭ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-১২ অনুযায়ী) ১১৩০০-২৭৩০০ টাকা।
- ১৮ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-১৩ অনুযায়ী) ১১০০০-২৬৫৯০ টাকা।
- ১৯ থেক ২২ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-১৪ অনুযায়ী) ১০২০০-২৪৬৮০ টাকা।
- ২৩ থেক ২৪ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-১৫ অনুযায়ী) ৯৭০০-২৩৪৯০ টাকা।
- ২৫ নম্বর পদের জন্য বেতন (গ্রেড-১৭ অনুযায়ী) ৯০০০-২১৮০০ টাকা।
আগ্রহী প্রার্থীরা (http://rajuk.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২২ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত জমা দিতে পারবেন।