সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ নেবে ৯ পদে ৩০ জন (bd government job circular 2020)
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশের ঢাকার মিরপুরে অবস্থিত একটি সশস্ত্রবাহিনীর প্রধান সামরিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ কলেজে সেনা, নৌ ও বিমান বাহিনীর নির্বাচিত মধ্যপর্যায়ের কর্মকর্তাগণ পেশাগত সামরিক শিক্ষা লাভ করেন। দেশ-বিদেশের সামরিক কর্মকর্তাগণও এখানে অধ্যয়ন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল পদের একজন অফিসার কম্যান্ড্যান্ট থাকেন। government job circular bd 2020.
চাকরির বিবরণ
- খালি পদের সংখ্যাঃ ৩০
- লোকেশনঃ ঢাকা
- আবেদন শুরুঃ ৩০ নভেম্বর ২০২০
- চাকরির ধরনঃ ফুল-টাইম
- বেতনঃ গ্রেড-২০ (৮২৫০- ২০০১০টাকা)
- আবেদনের শেষ সময়ঃ ২২ ডিসেম্বর ২০২০

১.বার্তা বাহক (স্থায়ী) – ১ জন
২. মেসওয়েটার (অস্থায়ী) – ৫ জন
৩. মালি (স্থায়ী) – ১ জন
৪. বাবুর্চি (স্থায়ী) – ১ জন
৫. সহকারি বাবুর্চি (অস্থায়ী) – ৪ জন
৬. ওয়ার্ড বয় (অস্থায়ী) – ২ জন
৭. আয়া (অস্থায়ী) – ১ জন
৮. নিরাপত্তা প্রহরী (স্থায়ী) – ১ জন
৯. পরিচ্ছন্নতা কর্ম (অস্থায়ী) – ১৪ জন
government job circular bd 2020
১. শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী।
২. অভিজ্ঞ প্রারথিদেরক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
৩. প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তবে মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর সর্বোচ্চ।
www.mopa.gov.bd অথবা www.dscsc.mil.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে বিজ হাতে পূরণ করে আগামি ২২ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে কমান্ড্যান্ট, সামরিক বাহিনী কমান্ড ও স্টাপ কলেজ, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে পোঁছাতে হবে।
government job circular