জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলে (এনএইসআরডিএফ) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (Government Job Circular at National Human Resource Development Fund) প্রকাশ করা হয়েছে। শূন্য পদগুলোয় সরাসরি নিয়োগের জন্য আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে এনএইসআরডিএফ। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। Bd Government Job Circular 2021
প্রতিদিন সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হউন।
চাকরির বিবরন
- খালি পদের সংখ্যাঃ ১৬
- লোকেশনঃ যে কোনো জেলা
- আবেদন শুরুঃ ১ ফেব্রুয়ারি ২০২১ হতে
- চাকরির ধরনঃ ফুল-টাইম
- বেতনঃ অনির্দিষ্ট
- আবেদনের শেষ সময়ঃ ২২ ফেব্রুয়ারি ২০২১
পদের নামঃ
- ব্যবস্থাপনা পরিচালক- পদের সংখ্যাঃ ১টি,
- কোম্পানি সচিব- পদের সংখ্যাঃ ১টি,
- প্রোগ্রাম অফিসার- পদের সংখ্যাঃ ৪টি,
- অ্যাকাউন্টস অফিসার- পদের সংখ্যাঃ ১টি,
- অফিস অ্যাসিস্ট্যান্ট কাম মুদ্রাক্ষরিক- পদের সংখ্যাঃ ২টি,
- রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর- পদের সংখ্যাঃ ১টি,
- ডেটা এন্ট্রি অপারেটর- পদের সংখ্যাঃ ২টি,
- চালক- পদের সংখ্যাঃ ২টি,
- মেসেঞ্জার- পদের সংখ্যাঃ ২টি।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
-
প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন যা নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া আছে।
- নারী-পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন।
- আবেদন করা যাবে যে কোনো জেলা হতে।
আবেদন করার নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.mof.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, আজকের চাকরির খবর, সরকারি চাকরির খবর, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর পত্রিকা আজকের সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হউন।
Government Job Circular at Department of Archives and Libraries, Government job, bd govt job, job circular, bd jobs circular, Govt jobs circular