পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্পে ৩টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (Government Job Circular at Ministry of Environment) প্রকাশ করা হয়েছে। গাড়িচালক, অফিস সাপোর্টিং স্টাফ ও সিকিউরিটি গার্ড পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ (সিইসিসিআর) প্রকল্পে এ ৭ পদে আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। Bangladesh Government Job Circular 2021
প্রতিদিন সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হউন।
চাকরির বিবরনঃ
- খালি পদের সংখ্যাঃ ৭
- লোকেশনঃ যে কোনো জেলা
- আবেদন শুরুঃ ১০ ফেব্রুয়ারি ২০২১
- চাকরির ধরনঃ ফুল-টাইম
- বেতনঃ ১৭৩৪৫ টাকা
- আবেদনের শেষ সময়ঃ ৪ মার্চ ২০২১
পদের নামঃ
- পদের নাম: গাড়িচালক – খালি পদের সংখ্যাঃ ৩
- পদের নাম: অফিস সাপোর্টিং স্টাফ – খালি পদের সংখ্যাঃ ২
- পদের নাম: সিকিউরিটি গার্ড – খালি পদের সংখ্যাঃ ২
শিক্ষাগত / অন্যান্য যোগ্যতাঃ
- অষ্টম শ্রেনি/এসএসসি/এইচ এস সি পাশ হতে হবে।
- আবেদনকারীর বয়স ৩০ এর মধ্যে হতে হবে।
- মুক্তিযোদ্ধা সন্তান/প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স ৩২ এর মধ্যে হতে হবে।
- নারি/পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
- আবেদন করা যাবে যে কোনো জেলা হতে।
বেতনঃ
- পদের নাম: গাড়িচালক – বেতনঃ ১৭৩৪৫ টাকা
- পদের নাম: অফিস সাপোর্টিং স্টাফ – বেতনঃ ১৫৮৫০ টাকা
- পদের নাম: সিকিউরিটি গার্ড – বেতনঃ ১৫৮৫০ টাকা
আবেদন করার নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়ঃ প্রকল্প পরিচালক, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ (সিইসিসিআর) প্রকল্প, পরিবেশ ভবন, কক্ষ নম্বর ৪১২, চতুর্থ তলা, ই-১৬, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, আজকের চাকরির খবর, সরকারি চাকরির খবর, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর পত্রিকা আজকের সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হউন।

Related Search: Government Job Circular at Department of Archives and Libraries, Government job, bd govt job, job circular, bd jobs circular, Govt jobs circular, Bank job, Bd Bank Circular, Job Circular, Sonali Bank Job