Government Job Circular at Chittagong Development Authority 2020

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি Government Job Circular at Chittagong Development Authority 2020.

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন একটি প্রকল্পের জন্য লোক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাম করেছে। ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন (২০২০-২০৪১)’ শীর্ষক এ প্রকল্পে সাত পদে ১৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্য কয়েকটি পদে গ্রেড–৯–এ নিয়োগ দেওয়া হবে। Government Job Circular at Chittagong Development Authority 2020. Government Job Circular at Chittagong . Job Circular at Chittagong. Government Job Circular** অনলাইনে যে কোন চাকরিতে আবেদন করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। **

চাকরির বিবরণ

  • খালি পদের সংখ্যাঃ ১৬
  • লোকেশনঃ চট্টগ্রাম
  • আবেদন শুরুঃ ২০ ডিসেম্বর ২০২০
  • চাকরির ধরনঃ ফুল-টাইম
  • বেতনঃ গ্রেড ১৪ থেকে গ্রেড-১৫ অনুযায়ী
  • আবেদনের শেষ সময়ঃ ৯ জানুয়ারি ২০২১

পদের নামঃ

১। সহকারী নগর পরিকল্পনাবিদ – পদসংখ্যা: ৩ 

২। সহকারী স্থপতি – পদসংখ্যা: ১

৩। সহকারী প্রকৌশলী (সার্ভে) – পদসংখ্যা: ২

৪। সহকারী প্রোগ্রামার – পদসংখ্যা: ১

৫। উপ-সহকারী স্থপতি – পদসংখ্যা: ২

৬। জিআইএস অপারেটর – পদসংখ্যা: ৩টি

৭। নকশাবিদ – পদসংখ্যা: ৪টি

যোগ্যতাঃ

  • বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ বছর পূর্ণ হওয়া প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।
  • মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর।
  • ১ নং পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং/গ্রামীণ পরিকল্পনায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। আরবান প্ল্যানিং জিআইএস, রিমোট সেন্সিং, আরবান প্ল্যানিং, ফিজিক্যাল ও আর্থসামাজিক জরিপকাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। মাস্টারপ্ল্যান প্রণয়ন কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ২ নং পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রিসহ ল্যান্ডস্কেপিং, আরবান ডিজাইনবিষয়ক কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রিসহ সাইট প্ল্যানিং, আরবান ডিজাইন কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ৩ নং পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিসহ সার্ভে কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাস্টারপ্ল্যান প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ৪ নং পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/নগর ও অঞ্চল পরিকল্পনা/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/তথ্যপ্রযুক্তি/ফলিত পদার্থবিজ্ঞান/ফলিত গণিত/জিআইএস প্রযুক্তি/ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। জিআইএস, রিমোট সেন্সিং, ফটোগ্যামেট্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ৫ নং পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ৬ নং পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/স্থাপত্য/পুরকৌশলে ডিপ্লোমা এবং জিআইএসের ওপর ট্রেনিং ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ৭ নং পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাঃ

  • গ্রেড ১৪ থেকে গ্রেড-১৫ অনুযায়ী

আবেদন করার নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের আবেদন আগামী ০৯/০১/২০২১ ইং তারিখের মধ্যে ডাকযােগে/কুরিয়ার সরাসরি নিমস্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত
আবেদন কোন অবস্থাতেই গ্রহণ করা হবেনা। আবেদনের জন্য নির্ধারিত ফরম চউক websit; www.cda.gov.bd এ পাওয়া যাবে। দরখাস্তের খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ
করতে হবে।

** অনলাইনে যে কোন চাকরিতে আবেদন করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ** Government Job Circular at Chittagong. Job Circular at Chittagong. Government Job Circular

Government Job Circular at Chittagong Development Authority
Spread the Post with your Friends

Leave a Comment