Government Job Circular at BSTI

BSTI তে ৯ পদে ৩৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি bsti government job circular BD 2021

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, যা মূলত সেবা ও পণ্যের গুণমান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত। ঢাকায় এর মূল কার্যালয় অবস্থিত। পাশাপাশি দেশের ৬টি বিভাগীয় শহরে সংস্থাটির আঞ্চলিক কার্যালয় রয়েছে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিএসটিআই লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। bsti government job circular BD 2021 ** অনলাইনে যে কোন চাকরিতে আবেদন করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। **

চাকরির বিবরণ

 • খালি পদের সংখ্যাঃ ৩৬
 • লোকেশনঃ ঢাকা
 • আবেদন শুরুঃ ১৫ ডিসেম্বর ২০২০
 • চাকরির ধরনঃ ফুল-টাইম
 • বেতনঃ ৮২৫০-২২৪৯০ টাকা
 • আবেদনের শেষ সময়ঃ ৯ জানুয়ারি ২০২১

পদের নামঃ

১। ল্যাব সহকারী – পদসংখ্যা: ৩ 

২। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- পদসংখ্যা: ৯

৩। গ্লাস ব্লোয়ার – পদসংখ্যা: ১

৪। গাড়ি চালক – পদসংখ্যা: ১

৫। ইলেকট্রিশিয়ান – পদসংখ্যা: ১

৬। অফিস সহায়ক – পদসংখ্যা: ১২

৭। ল্যাব বাহক – পদসংখ্যা: ৪

৮।খালাসী – পদসংখ্যা: ১ 

৯। নিরাপত্তা প্রহরী – পদসংখ্যা: ৪

BD Government Job Circular 2021

শিক্ষাগত যোগ্যতাঃ

 • আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
 • মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর।
 • প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন যা নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া আছে।

আবেদন ফিঃ

আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২৮০ টাকা,৫ থেকে ৯ নম্বর পদের জন্য ২২৪ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

BD Government Job Circular 2021

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাঃ

 • ১ নং হতে ৪ নং পদের জন্য গ্রেড ১৬ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ টাকা।
 • ৫ নং পদের জন্য গ্রেড ১৮ অনুযায়ী ৮৮০০-২১৩১০ টাকা।
 • ৬ নং হতে ৯ নং পদের জন্য গ্রেড ২০ অনুযায়ী ৮২৫০-২০০১০ টাকা।

BD Government Job Circular 2021

আবেদন করার নিয়মঃ

অনলাইনে  http://bsti.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

** অনলাইনে যে কোন চাকরিতে আবেদন করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। **

 

bsti government job circular
bsti government job circular
Spread the Post with your Friends

Leave a Comment