পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (BD Government Job Circular at Power Grid Company 2021) প্রকাশ করেছে। ২টি পদে মোট ২৫৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্য ৫৯ জন সহকারী প্রকৌশলী এবং ২০০ জন উপ-সহকারী প্রকৌশলী। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে। পদগুলোতে আবেদন করা যাবে ৭ মার্চ পর্যন্ত। Bd Government Job Circular 2021
প্রতিদিন সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হউন।
চাকরির বিবরন
- খালি পদের সংখ্যাঃ ২৫৯
- লোকেশনঃ যে কোনো জেলা
- আবেদন শুরুঃ ৭ ফেব্রুয়ারি ২০২১ হতে
- চাকরির ধরনঃ ফুল-টাইম
- বেতনঃ৩৫০০০ – ৫০০০০ টাকা
- আবেদনের শেষ সময়ঃ ৭ মার্চ ২০২১
পদের নামঃ
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- পদের সংখ্যাঃ ৫৯ টি,
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- পদের সংখ্যাঃ ২০০ টি,
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলাক্ট্রিক্যাল/সিভিল/কম্পিউটার সায়েন্সে ৪ বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ইলাক্ট্রিক্যাল/সিভিল/কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
- নারী-পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন।
- প্রার্থীর বয়স এ বছরের ৭ ফেব্রুয়ারিতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
- আবেদন করা যাবে যে কোনো জেলা হতে।
বেতনঃ
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- বেতন ঃ ৫০০০০ টাকা
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- বেতন ঃ ৩৫০০০ টাকা
আবেদন করার নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা (http://pgcb.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৭ মার্চ পর্যন্ত জমা দিতে পারবেন।
চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, আজকের চাকরির খবর, সরকারি চাকরির খবর, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর পত্রিকা আজকের সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হউন।

Government Job Circular at Department of Archives and Libraries, Government job, bd govt job, job circular, bd jobs circular, Govt jobs circular