Bangladesh NGO Job Circular at BRAC 2021

ব্র্যাক (Bangladesh NGO Job Circular at BRAC 2021) একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে ‘কর্মসূচি সংগঠক’ পদে লোকবল নিয়োগ দেবে। স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন।

প্রতিদিন সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হউন।

চাকরির বিবরন
 • খালি পদের সংখ্যাঃ অনির্দিষ্ট 
 • লোকেশনঃ ঢাকাসহ যে কোনো জেলা
 • আবেদন শুরুঃ ১৯ জানুয়ারি ২০২১
 • চাকরির ধরনঃ ফুল-টাইম
 • বেতনঃ আলোচনা সাপেক্ষে
 • আবেদনের শেষ সময়ঃ ২৩ জানুয়ারি ২০২১
পদের নামঃ
 •   কর্মসূচি সংগঠক – পদসংখ্যাঃ অনির্দিষ্ট
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
 • স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন।
 • শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
 • প্রার্থীদের হাওর ও সমতলের আদিবাসী অঞ্চলে ব্র্যাকের মাঠ কার্যালয়ে চাকরি করতে আগ্রহী হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাঃ
 • নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আলোচনা সাপেক্ষে মাসিক বেতন নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবন বিমা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন করার নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের ২৩ জানুয়ারির মধ্যে careers.brac.net ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

Bangladesh NGO Job Circular at BRAC 2021 চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, আজকের চাকরির খবর, সরকারি চাকরির খবর, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর পত্রিকা আজকের সকল চাকরির খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হউন।

আবেদন করুন

এ সম্পর্কিত আরো কিছু বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুনঃ

asa ngo job circular, tmss ngo job circular, popi ngo job circular, asa-ngo-job-circular, buro-bangladesh-ngo-job-circular, ngo job circular in bangladesh 2021, save the children ngo job circular, tmss-ngo-job-circular, এনজিও চাকরির খবর, এনজিওতে নিয়োগ

Spread the Post with your Friends

Leave a Comment